Breaking News

নরসিংদীর ঘোড়াশালে ঈদ উৎসবে হাজারো মানুষের ঢল

মো. সাব্বির হোসেন, নরসিংদীর কন্ঠ।। 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ঈদ উৎসব পালন করতে হাজারো মানুষের ঢল নামে।
৫ জুন ঈদের দিন বিকেলে ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত দেশের একমাত্র দু'তলা রেলওয়ে স্টেশন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন ও পাশের ৩টি সেতুতে উপজেলার বিনোদনপ্রেমী মানুষ একত্রিত হয়ে এক মিলন মেলায় পরিনত হয়। এসময় প্রিয়জনদের সাথে উৎসবমুখর সময় পার করতে দেখা যায়। সুন্দর মুহুর্ত গুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্থ হয়ে পড়েন তারা। 
রেলওয়ে স্টেশনের সামনে এ ঈদ উৎসবে বিভিন্ন খাবার দোকান ও শিশুদের জন্য খেলনার দোকান গুলোতে ছিল উপচেপরা ভিড়। তিনিটি সেতুতেও ছিলো চোখে পড়ার মতো লোক সমাগম। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে এখানে জড়ো হয়ে উৎসবে মেতে উঠেছে হাজারো মানুষ।
ঘোড়াশাল টেক পাড়ার জাহাঙ্গীর নরসিংদীর কন্ঠকে জানান, পলাশে বিনোদনের কোন স্থান নেই বলে এখানেই পরিবার নিয়ে ঘুরতে আসলাম। বিকেলের পরিবেশটাও অনেক ভাল।এ স্থানটির চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য যে কারো নজর কাড়বে।
পলাশের শিলা আক্তার জানান, এখানে ঘুরতে এসে অনেক ভালো লেগেছে। এবারই প্রথম ঈদ উৎসব পালন করতে চলে আসলাম এখানে। এতো মানুষ জড়ো হওয়ার কথা শুধু বন্ধুদের কাছে শুনতাম। হাজারো মানুষের সমাগম দেখে তাই প্রমানিত হলো।
ঘোড়াশালের নাঈম খান জানান, সবচেয়ে ঝুঁকির বিষয়টি যেটি চোখে পড়লো তা হল রেললাইনের সেতুর উপর দিয়ে শত শত মানুষ এপার থেকে ওপারে পাড়ি দিচ্ছে। অনেকেই আবার রেললাইনের উপর দীর্ঘ সময় অবস্থান করতে দেখা গেছে। এই সময়ে ট্রেন চলে আসলে ঘটে যেতে পারে যেকোন বড় ধরনের দুর্ঘটনা। তাই এখানে ঈদসহ যেকোন উৎসবে মিলিত হয়ে আনন্দ উপভোগ করা অনেকটাই ঝুঁকি হয়ে পড়ে।

No comments