Breaking News

ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন


সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর পলাশেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় এতে ১৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এমন অবস্থায় পলাশ উপজেলার ঘোড়াশালে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
আজ (৫ আগস্ট) সোমবার সকাল ১১টায় ঘোড়াশাল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম উদ্বোধন এর পর মশা নিধন ওষুধ স্প্রে করেন তিনি।
এসময় ঘোড়াশাল পৌর মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা (হনুফা), পলাশ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, প্রচার সম্পাদক বিল্লাল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা এ মশা নিধন কার্যক্রমে অংশ নেন।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে এ মশা নিধন কার্যক্রম  অন্যান্য স্থানেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হক (২ আগস্ট) শুক্রবার থেকে পৌর এলাকার কয়েকটি স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্য ওষুধ স্প্রে করেন।

No comments