Breaking News

কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মো: আরিফ হোসেন ,কালীগঞ্জ প্রতিনিধি : মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে স্বাধীনতা পদকে ভূষিত করায় এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় কালীগঞ্জের সর্বস্তরের জনগণ ১৫ ফেব্রæয়ারি তাদেরকে  গণসংবর্ধনা প্রদান করবেন।  গণসংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে পালন করার লক্ষে কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক কনিকা রানী দাস।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন নেছা, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফৌজিয়া খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমেনা আক্তার, তুমলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া বেগম, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা আলী আল মারুফ অনিক, পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. কাউছার খান, বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ খান প্রমুখ।

No comments